ইউএস-কানাডা ছাড়াও নামকরা প্রায় সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে তোমার দক্ষতা মাপার জন্য এসএটি (SAT) স্কোর চেয়ে থাকে। তাই, আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে বিদেশে পড়তে যাওয়ার জন্য যাদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র বা কানাডা, এসএটি (SAT) পরীক্ষা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ।
অধিকাংশ ক্ষেত্রেই আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে এসএটি (SAT) স্কোর জমা দেয়া বাধ্যতামূলক।
যুক্তরাষ্ট্রের ‘কলেজ বোর্ড’ এই পরীক্ষার আয়োজন করে থাকে।
তুমি যদি USA এর বিভিন্ন কলেজ ও ভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে চাও, তবে তোমাকে কলেজ বোর্ডের অধীনে একটি গুরুত্বপূর্ণ রিকয়্যারমেন্ট টেস্টে অংশ নিতে হবে। এই টেস্টকেই এসএটি (SAT-Scholastic Assessment Test) বলা হয়।
তুমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা গ্রহণের জন্য কতখানি তৈরি , এই পরীক্ষার মাধ্যমে তা যাচাই করা হয়।
যেহেতু এসএটি (SAT) পরীক্ষা আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হবার পূর্ব শর্ত, তাই এই পরীক্ষার জন্য আমাদের প্রয়োজন খুব ভালো প্রস্তুতি। আর, প্রস্তুতির জন্য প্রয়োজন নানা অফিশিয়াল এবং আন-অফিশিয়াল ম্যাটেরিয়ালের। এসএটি (SAT) পরীক্ষার প্রস্তুতি মূলক ফ্রি ম্যাটেরিয়াল নিয়ে এই আর্টিকেলে ।
গ্রেকের 29GB স্টাডি ম্যাটেরিয়াল
উচ্চশিক্ষা প্রত্যাশী বাংলাদেশী স্টুডেন্টদের সেবায় গ্রেকের বিভিন্ন হিতৈষী কর্মকাণ্ডের সাথে তোমরা পরিচিত আছো ।হায়ারস্টাডির ম্যাটেরিয়াল ডাউনলোডের জন্য পৃথিবীর সমৃদ্ধতম ডাউনলোড সাইট আমরা বানিয়েছি, যা প্রতিদিন অসংখ্য মানুষের প্রয়োজন মিটিয়ে আসছে। এসব ভাবনা থেকে আমাদের মাথায় একটা আইডিয়া আসলো: আমরা এগুলো পেন ড্রাইভ বা ডিভিডি’র মাধ্যমে সরাসরি স্টুডেন্টদের ল্যাপটপে ট্রান্সফার করে দেই না কেন?
এই ভাবনা থেকেই আমাদের 29GB স্টাডি ম্যাটেরিয়ালের পাগলামি, যা সবার জন্য উন্মুক্ত ।
এই 29GB স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে এসএটি (SAT) পরীক্ষার প্রস্তুতির জন্য রয়েছে প্রয়োজনীয় ই-বুক, ভিডিও টিউটোরিয়াল, সফটওয়্যার ইত্যাদি। এই 29GB স্টাডি ম্যাটেরিয়াল তোমার এসএটি (SAT) পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিবে।
ডাউনলোড সংকলন (Download Vault)
২০০৮ সাল থেকে গ্রেক অবিরাম কাজ করে চলেছে যুক্তরাষ্ট্রের উন্মুক্ত বৃত্তিভাণ্ডারে বাংলাদেশী গ্র্যাজুয়েটদের এগিয়ে নেবার প্রত্যয়ে। ইন্টারনেটে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা দরকারী ইলেকট্রনিক ম্যাটেরিয়ালগুলো একত্রিত করে গ্রেক তৈরি করেছে ডাউনলোড সংকলন (Download Vault)। এই ডাউনলোড সংকলন (Download Vault) থেকে আন্ডারগ্র্যাডে ভর্তির অংশ হিসাবে এসএটি পরীক্ষার দরকারী ম্যাটেরিয়ালগুলো তোমরা সহজেই ডাউনলোড করতে পারো।
বাংলাদেশী স্টুডেন্টদের কাছে এই পেইজটি দৃশ্যমান রাখার স্বার্থে আমরা পেইজটিকে পাসওয়ার্ড প্রটেক্ট অবস্থায় রয়েছে। পাসওয়ার্ড পাওয়া যাবে আমাদের ফেইসবুক গ্রুপে, যার লিংক fb.com/groups/grecenter।
আপনি এই পেইজটি দেখতে পেলে আপনি আমাদের সাথে এই মর্মে অঙ্গীকার করছেন যে, এই পেইজের পাসওয়ার্ড বাংলাদেশী ছাড়া অন্য কারো কাছে শেয়ার করা থেকে বিরত থাকবেন। উল্লেখ্য, আমরা নিয়মিতভাবে পাসওয়ার্ড আপডেট করে থাকি।
উৎস: সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া এখানে পরিবেশিত কোন ম্যাটেরিয়ালের স্বত্ত্ব অথবা কৃতিত্ব গ্রেক কোন ভাবেই দাবি করে না। গ্রেক কেবল দরকারী ম্যাটেরিয়ালগুলোকে সবার সুবিধার জন্য একত্রিত করে পরিবেশন করছে।
College Board SAT Study Guide
সর্বপ্রথম যে একটি অফিশিয়াল ম্যাটেরিয়াল সম্পর্কে তোমাদের জানাবো। তোমরা জানো যুক্তরাষ্ট্রের ‘কলেজ বোর্ড’ এসএটি (SAT) পরীক্ষা নিয়ে থাকে। ‘কলেজ বোর্ড’ তোমাদের জন্য একটি Study Guide প্রকাশ করেছে।
এই Study Guide থেকে তোমরা এসএটি (SAT) পরীক্ষার প্রশ্নের ধরণ, নমুনা প্রশ্ন, মানবন্টন ইত্যাদি বিষয়ে পরিষ্কার ধারণা পাবে।
Khan Academy
খান একাডেমি একটি মার্কিন অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান। সম্প্রতি খান একাডেমির কলেজ বোর্ডের সাথে মিলিত হয়ে এসএটি (SAT) পরীক্ষার ফ্রি প্রস্তুতি মূলক টেস্ট দেয়ার সুযোগ করে দিয়েছে।
প্রস্তুতি মূলক টেস্টের বাইরেও খান একাডেমির ওয়েবসাইটে এসএটি (SAT) পরীক্ষার কাঠামো, মানবন্টন, টিপস ইত্যাদি বিষয়ের তথ্য তোমরা খান একাডেমির ওয়েবে খুব সহজেই পেয়ে যাবে।
খান একাডেমি তোমার জন্য হতে পারে ব্যক্তিগত শেখার এক অনবদ্য প্ল্যাটফরম।
Magoosh’s SAT Study Guide & Video Lesson
উচ্চশিক্ষার প্রয়োজনীয় ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান Magoosh। Magoosh তোমাদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির প্রস্তুতি সহজ করার জন্য নানা রকম ম্যাটেরিয়াল তৈরি করেছে। এসএটি (SAT) পরীক্ষার প্রস্তুতির জন্য Study Guide & Video Lesson খুবই গুরুত্বপূর্ণ ২ টি ম্যাটেরিয়াল।
Magoosh প্রকাশিত Study Guide থেকে তোমরা পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সকল তথ্য পাবে।
Study Guide ছাড়াও Magoosh তোমাদের তৈরি করেছে ভিডিও টিউটোরিয়াল। এসএটি (SAT) পরীক্ষার টিপস এবং প্রতিটি সেকশনের জন্য আলদা আলদা ভিডিও টিউটোরিয়াল রয়েছে । Video Lesson এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তোমরা খুব সহজেই পরীক্ষার জন্য ঘরে বসে প্রস্তুতি নিতে পারো।
এই সব ফ্রি ম্যাটেরিয়াল ব্যবহার করে তোমরা ঘরে বসে নিজেই নিতে পারো এসএটি (SAT) পরীক্ষার প্রস্তুতি।