এসএটি (SAT) পরীক্ষার রেজিস্ট্রেশন করা শেষ। সামনেই পরীক্ষা। কিন্তু এই মুহুর্তে হয়তো তুমি গুরুতর অসুস্থ। অথবা সময়ের সাথে পাল্লা দিতে না পেরে তোমার প্রস্তুতি শেষ হয়নি। মনে মনে ভাবছেন এইবারের জন্য পরীক্ষা থেকে দূরে থাকা গেলে ভাল হতো।
তুমি যদি হঠাৎ অসুস্থ হওয়াতে পরীক্ষা বাতিল (Cancel) কর, তবে কলেজ র্বোড কেবল $ ১০ ক্রেডিট কার্ডে ফেরত পেতে পার । যদিও এসএটি (SAT) পরীক্ষার (৩ টি সেকশন) জন্য ৪৭.৫০ ও Essay রাইটিং অংশের পরীক্ষা দিলে তোমাকে মোট ৬৪.৫০ ডলার ডলার খরচ করতে হয়। কিন্তু কলেজ র্বোড কেবল ১০ ডলারই ফেরত দিবে। সুস্থ হয়ে তুমি যদি আবারও পুনরায় এসএটি (SAT) পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নাও, তবে তোমাকে এসএটি (SAT) পরীক্ষার (৩ টি সেকশন) জন্য ৪৭.৫০ ও Essay রাইটিং অংশের পরীক্ষা দিলে তোমাকে মোট ৬৪.৫০ ডলার ডলার খরচ করতে হবে।
কিন্তু তুমি যদি পরীক্ষা বাতিল (Cancel) না করে তারিখ পেছানো বা Reschedule করার সিদ্ধান্ত নাও তবে তোমাকে অতিরিক্ত ২৮ ডলার খরচ করতে হবে।
কোউ যদি পরীক্ষা বাতিল (Cancel) করে পুনরায় পরীক্ষা দিতে চায় এবং অপর এক জন যদি রীক্ষা বাতিল (Cancel) না করে তারিখ পেছানো বা Reschedule করার সিদ্ধান্ত খরচ হিসাব নিচে তুলে ধরা হলো:
কোউ যদি পরীক্ষা বাতিল (Cancel) করতে চায় তবে কলেজ র্বোডে ফোন করে পরীক্ষা কমপক্ষে ৫ দিন আগে জানাতে হবে। অপর দিকে কেবল ২৮ ডলার Reschedule ফি দিয়ে পরীক্ষা বা পরে যে কোন সময় তুমি নতুন তারিখ পেতে পার।
তার মানে দাঁড়াচ্ছে, এসএটি (SAT) পরীক্ষা Reschedule করার চেয়ে Cancel করলে আপনার লাভের চেয়ে লোকসানের পরিমাণ অনেক বেশি।
টোফেল পরীক্ষার জন্য অনুরূপ কৌশল অবলম্বন করা শ্রেয়।